ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবল বিশ্বের এই দুই মহাতারকা একে অপরের যে কত রেকর্ড ভেঙেছেন তা হিসেব করা কঠিন। সেই সাথে মাঠের ফুটবলের পাশাপাশি তাঁদের প্রতিযোগিতা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এবার ইউটিউব চ্যানেল খুলে ২৪ ঘণ্টার মধ্যেই মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো।
ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম—আগেই সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলেছিলেন রোনালদো। এবার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুললেন তিনি। গতকাল ইউটিউব চ্যানেলের সেই লিংকটি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।
চ্যানেল খোলার পর আজ দুপুর পর্যন্ত ‘ইউআর ক্রিস্টিয়ানো’র সাবস্ক্রাইবার হয়েছে ১ কোটি ৫২ লাখ। এর আগে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ২৩ লাখ ২০ হাজার।