জমে উঠেছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম পর্বের জমজমাট খেলা শেষে এবার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে দলগুলো। যেখানে প্রথম দিনেই বিশ্ব দেখবে গুরু-শিষ্যের লড়াই। সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা।
ইউরোর শেষ ষোলো শেষে এবার সেমিফাইনালে লড়াই শুরু হচ্ছে । সেরা দলগুলো নিজেদের প্রমাণ করেই নাম লিখিয়েছে এ তালিকায়। তাতে শুক্রবার স্পেন-জার্মানির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। একই দিন মুখোমুখি শক্তিশালী পর্তুগাল-ফ্রান্স।
তবে এমবাপ্পে ও রোনালদোর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। কারণ বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের শৈশবের স্বপ্ন ছিল ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। কারণ সেখানেই যে তার গুরু ক্রিশ্চিয়ানো রোনলদো খেলেছেন।
অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে এমবাপ্পের। নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো যে ক্লাবে খেলে নিজেকে কিংবদন্তি বানিয়েছেন সেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন পাঁচ বছরের চুক্তিতে। এরপর তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শৈশবের আদর্শ রোনালদো নিজেই।
১৪ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেখানে তার আদর্শ রোনালদোর সঙ্গে দেখা করে একটি ছবিও তুলেছিলেন। সেই বিখ্যাত ছবিটি তুলে দিয়েছিলেন জিনেদিন জিদান।
পর্তুগাল-ফ্রান্সের ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত রাত ১টায় হামবুর্গে। কিন্তু দুই দলের তারকা ফুটবলার রোনালদো ও এমবাপ্পে প্রত্যাশা পূরণ করতে পারেননি প্রথম পর্বে। পর্তুগাল টাইব্রেকারে গোলরক্ষক দিয়োগো কোস্তার সৌজন্যে স্লোভেনিয়াকে হারায়। আর বেলজিয়ামের বিরুদ্ধে ফ্রান্স জিতেছে আত্মঘাতী গোলে।
সে যাই হোক! গুরু রোনালদোর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে এমবাপ্পে। দুই দলই ইউরো জিতেছে রেকর্ড তিনবার করে। সেই লড়াই থেকে এক দল ছিটকে যাবে।
গুরু-শিষ্যর কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে রোনালদো তুলনা করলেন যুদ্ধের সঙ্গে। তিনি দৃঢ়ভাবেই বলেছেন, ‘ফ্রান্সের সঙ্গে এখন কঠিন ম্যাচে মুখোমুখি আমরা, ওরা এ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। কিন্তু আমরা যুদ্ধে যাচ্ছি, দল খুব ভালো জায়গায় আছে।‘