ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়ার হৃদয় ভেঙে কোয়ার্টার-ফাইনালে উঠল গতবারের ফাইনালিস্টরা। রোববার রাতে জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড।
রোমাঞ্চকর ম্যাচে প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার পর ৯৫তম মিনিটে খেলায় সমতা টানেন বেলিংহ্যাম। আর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন কেইন।
এর আগে প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় স্লোভাকিয়া। আর সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপরা।