ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রাইব্রেকারে শেষ আটে পর্তুগাল

গোলরক্ষক কস্তার অবিশ্বাস্য নৈপুণ্যে শেষ আটে পর্তুগাল। তবে এদিন পেনাল্টি পেয়েও গোল করতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে গোলরক্ষক কস্তার অসাধারণ নৈপুণ্যে প্রতিপক্ষের একটি শটও পেল না জালের দেখা। ফলে সব শঙ্কা দূর করে ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল পর্তুগাল।

এদিন নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়াল টাইব্রেকারে। অর্থাত ফ্রাঙ্কফুর্টে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষের পর, টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল আক্রমণেও ছড়ি ঘোরায়। তবে, তাদের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। যে কয়েকটি সুযোগ মেলে, তাও হেলায় হারান রোনালদো- ফের্নান্দেসরা।

Exit mobile version