আর মাত্র এক ম্যাচ পরেই শেষ হচ্ছে ইউরোর মহারণ। ফাইনালে লড়বে দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড। নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে দু’দলই। ইউরোর ২০২৪ এর চ্যাম্পিয়ন কে হবে তা জানা যাবে ১৪ জুলাই রাত ১টায়।
ইংল্যান্ড ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচের জন্য রেফারি নিয়োগ দিয়েছে উয়েফা। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার ম্যাচ নিয়ন্ত্রন করবেন বলে নিশ্চিত করেছে কনফেডারেশন। বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে ফ্রান্স, পোল্যান্ড ও ইতালির কর্মকর্তাসহ আট সদস্যের একটি দলের অংশ হিসেবে এই ম্যাচের তদারকি করবেন লেটেক্সিয়ার।
লেটেক্সিয়ারের সাথে ফরাসি সহকারী সিরিল মুগনিয়ার এবং মেহদি রাহমাউনি এবং পোল্যান্ডের সিজিমন মার্চিনিয়াক চতুর্থ কর্মকর্তা হিসাবে কাজ করবেন। ভিএআরের দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের জেরোম ব্রিসার্ড এবং তাকে সহায়তা করবেন ফরাসি তারকা উইলি দেলাজোদ ও ইতালির মাসিমিলিয়ানো ইরাতি। সহকারী রিজার্ভ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের টমাজ লিস্টকিউইচ।