এক মাসের দীর্ঘ লড়াইয়ের পর পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের বড় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। সেমিফাইনাল পর্ব শেষ করে আসর পা রেখেছে ফাইনালের মহামঞ্চে। এখন শুধু শিরোপা নির্ধারণীর অপেক্ষা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে আগেই ফাইনালে পা দিয়ে রেখেছিল স্পেন। নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনের সঙ্গী হয় ইংল্যান্ড।
ইউরোর ফাইনালে আগামী রোববার (১৪ জুলাই) জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল।
এবারের আসরটি ইউরোর ১৭তম আসর। এর আগের ১৬ আসরের মধ্যে ৩ বার শিরোপা জিতেছে স্পেন। সবশেষ তারা শিরোপা ঘরে তোলে ২০১২ সালে। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে ইংল্যান্ড। ইউরোর সবশেষ আসরেও তারা ফাইনাল খেলে। কিন্তু ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে ইংল্যান্ডের।