রোমাঞ্চ আর উত্তেজনার মধ্যা দিয়ে জমে উঠেছে ইউরোর শ্রেষ্টেত্বের লড়াই। জমজমাট কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে শিরোপার রেসে টিকে আছে সেরা চারটি দল। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শক্তিশালী স্পেন ও ফ্রান্স।
দ্বিতীয় দিনে বাকি দুই দলও পাওয়া গেল। তৃতীয় ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালেপা রাখে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড।
আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তুর্কিদের মন ভেঙেছে নেদারল্যান্ডস। তাতেই ঠিক হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ। অবশ্য এবারের ইউরোয় দল হিসেবে নিজেদের সামর্থের প্রামাণ রাখতে পারেনি ফ্রান্স ও ইংল্যান্ড। নামেভারে এই দুই দলই এবারের আসরের সবচেয়ে এগিয়ে। অথচ পারফরম্যান্সে বড্ড বিবর্ণ তারা।
এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে না পারলেও সবশেষ ম্যাচে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। আর ইংল্যান্ড বিদায় করেছে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডও ম্যাচের ফল নিজেদের পক্ষে এনেছে টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে।
এদিন ম্যাচের ৭৫ মিনিটে ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। কিন্তু ৮০ মিনিটে সেই গোল শোধ করে দেন বুকায়ো সাকা। এরপর টাইব্রেকারে গড়ানো ম্যাচে ইংল্যান্ডের নেয়া পাঁচটি শটই জালে গেলেও সুইজারল্যান্ডের মানুয়েল অকঞ্জির শট ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্দান পিকফোর্ড।
সেমিফাইনাল ও ফাইনালের সূচি:
১ম সেমিফাইনাল: ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম স্পেন। সেখানে সেরা ছন্দে থাকা স্পেনকে এগিয়ে রাখছে সবাই।
২য় সেমিফাইনাল: ১১ জুলাই বাংলাদেশ সময় রাদ ১টায় নেদারল্যান্ডস ও ইংল্যান্ড মুখোমুখি হবে। সেখানে সমানে সমানে লড়াই হবে বলে মনে করছে ভক্তরা।