ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, ইউরো চ্যাম্পিয়নেশিপের আরও একটি ফাইনালে হারলো ইংল্যান্ড। বার্লিনে রোববার (১৪ জুলাই) রাতে তাদের ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জিতলো স্পেন।
তবে জমজমাট ইউরোর ফাইনালের প্রথম হাফ শেষ হওয়ার আগেই চোট নিয়ে মাঠ ছাড়েন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফর্মেন্স দেখিয়েছেন তিনি, তার জন্য সেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল রদ্রির।
চ্যাম্পিয়ন হওয়ার পথে সবকটি ম্যাচ জিতেছে তারা। আর সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রদ্রি। স্পেনকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। টুর্নামেন্টের সাত ম্যাচ খেলে করেছেন একটি গোল। পুরো টুর্নামেন্টে ৪১১টি সফল পাস দিয়েছেন তিনি। যার শতকরা হার ৯২.৮৪।