ইউরো চ্যাম্পিয়ন স্পেন যত টাকা পেলো

জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা জিতেছে স্পেন। ইউরোপের উয়েফা সবচেয়ে প্রভাবশালী মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সুইজারল্যান্ডের নিওনভিত্তিক সংস্থাটি অর্থের দিক থেকেও সবচেয়ে ধনী।

২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ রেখেছিলো ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

সেইসাথে রানার্সআপ হয়ে ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৫ কোটি টাকা। ইউরো ২০২৪ এ অংশ নেয় মোট ২৪ দল। উয়েফা মোট প্রাইজমানি রেখেছিল ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। অংশগ্রহণ ফি বাবদ এবং ম্যাচের ফলের ওপর ভিত্তি করে প্রাইজমানি পেয়েছে প্রতিটি দল।

Exit mobile version