ইতালিকে রুখে দিলো বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগে ১০ জনের ইতালিকে রুখে দিয়েছে বেলজিয়াম। শুক্রবার স্তাদিও ওলিম্পিকোতে ইতালির বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

হাইভোল্টেজ ম্যাচে ম্যাচের প্রথম মিনিটে গোল হজম করে বসে বেলজিয়াম। দারুণ শটে ইতালিকে এগিয়ে নেন কাম্বিয়াসো। ২৪তম মিনিটে আনন্দ দ্বিগুণ করেন মাতেও রেতেগি। শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে ইতালি।

কিন্তু ৪০তম মিনিটে পেল্লেগ্রিনির লাল কার্ড সব নস্যাৎ! ১০ জনের দলে পরিণত হয় ইতালি। সুযোগ পেয়ে ৪২ মিনিটে ব্যবধান কমান মাক্সিম দে কাওপার। বিরতির পর ৬১তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

এরপর বেলজিয়ামের সামনে ম্যাচ জিতে নেয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ইতালি রক্ষণে শক্তিশালী প্রতিরোধ গড়ায় সেটি আর সম্ভব হয়নি। তাতে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইতালি, তিন ম্যাচে তাদের পয়েন্ট ৭। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম।

Exit mobile version