ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র

ইতালিকে হারিয়ে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। চিলিতে অনুষ্ঠিত ম্যাচে গত রাতে দ্বিতীয় রাউন্ডের খেলায় তারা ৩-০ গোলে জয় পায়। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো দলটি কোয়ার্টার ফাইনালে খেলার কীর্তি গড়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মরক্কোর বিপক্ষে খেলবে। আফ্রিকার দল মরক্কো গত রাতে এশিয়ান দল দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

আগামীকাল কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। দুইদিনে শেষ হবে চার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম দিনে স্পেনের বিপক্ষে কলাম্বিয়া এবং মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে। পরের দিন নরওয়ে ফ্রান্সের এবং মরক্কো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র দূর্দান্ত খেলা উপহার দিয়েছিল। প্রথম ম্যাচেই তারা নিউ ক্যালেডোনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে শূভ সূচনা করেছিল। পরের ম্যাচে তারা শক্তিশালী ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছিল। এ ম্যাচে শুরু হতেই যুক্তরাষ্ট্র গোলের দেখা পায়। ১৫ মিনিটে ক্রেমাসচি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির আগে তারা আর কোনো গোল পায়নি। এ সময়ে ইতালি দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তবে তারা কোনো গোল পায়নি।

দ্বিতীয়ার্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের ব্যবধানে জোড়া গোলের দেখা পায়। ৭৯ মিনিটে সাকিরিস গোল করে ব্যবধান দ্বিগুন করেন। আর ইনজুরি সময়ে গোল করে জয় নিশ্চিত করেন ক্রেমাসচি।

Exit mobile version