চিলিতে চলমান অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে রোববার (৫ অক্টোবর) ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচে শতভাগ সাফল্য পেয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে তরুণ আলবিসেলেস্তেরা।
ইতালির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। বল দখলে ৬১ শতাংশ এগিয়ে থেকে তারা তৈরি করে একের পর এক আক্রমণ। ১৩টি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যভেদ করলেও সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস ধরে গোল করেন ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
এর আগে ইতালি একবার বল জালে পাঠিয়েছিল, কিন্তু আক্রমণের শুরুতে আর্জেন্টাইন ফুটবলারকে ফাউল করার কারণে ভিএআরের সহায়তায় সেই গোল বাতিল করেন রেফারি।
অন্যদিকে দিনটি দুঃস্বপ্নের মতো কেটেছে ব্রাজিলের জন্য। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর কাছে হারের পর, শেষ ষোলোয় উঠতে স্পেনের বিপক্ষে জয় ছিল একমাত্র ভরসা। কিন্তু ভাগ্য সেদিন সেলেসাওদের পক্ষে ছিল না।
ম্যাচের অষ্টম মিনিটেই জোয়াও ক্রুজের দুর্দান্ত ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো ৪৭তম মিনিটে পাবলো গার্সিয়ার পাস থেকে ইকার ব্রাভোর গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত সেই এক গোলেই ম্যাচ জিতে নেয় স্প্যানিশ দলটি। ফলে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















