বারিকে হারিয়ে ইতালিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে এসি মিলান। ২-০ গোলে জয় পেয়েছে তারা। রাফায়েল লিও ও ক্রিশ্চিয়ান পুলিসিক করেন গোল দুটো।
ইতালির দ্বিতীয় বিভাগের দল বারির বিপক্ষে আরো গোল পেতে পারতেন পুলিসিক। বিশেষ করে প্রথমার্ধে বারির ক্রসবার তাকে দারুণ এক গোল থেকে বঞ্চিত করে। তার একটা দূর পাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো গিমেনেজের কাছ থেকে বল পেয়ে শান্তভাবে বল জালে পাঠিয়ে দেন পুলিসিক। বারির গোলরক্ষক মাইকেল সেরোফোলিনির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে দুর্ভাগ্য পুলিসিকের। পুরোটা সময় মাঠে থাকতে পারেনি। ইনজুরি আক্রান্ত হয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির অবশ্য ইনজুরি তেমন একটা গুরুতর মনে করছেন না।
এদিকে এ ম্যাচের মাঝ দিয়ে অভিষেক হয়েছে লুকা মদরিচের। রিয়াল মাদ্রিদে ১৩ মৌসুম পার করার পর গত জুলাইয়ে এসি মিলানে যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি অর জয়ী এ তারকা।
গত বছর সেরি আতে অষ্টম হওয়া এসি মিলান এখন নতুন মৌসুমের লিগ লড়াইয়ে নামবে। ইতালিয়ান কাপের এ জয় তাদের লিগ মৌসুম শুরুর ম্যাচে বাড়তি প্রেরণা জোগাবে। আগামী ২৩ আগষ্ট তারা ক্রেমোনিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ লড়াই শুরু করবে।
বিস্তারিত কমেন্টে….
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















