ল্যাজিও’র কাছে হেরে ইতালিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে নাপোলি। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা ৩-১ গোলে হেরেছে। ল্যাজিও’র হয়ে হ্যাটট্রিক করেছেন তিজানি নোসলিন।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দলের একচ্ছত্র আধিপত্য ছিল। শুরু থেকেই তারা একের পর আক্রমণ রচনা করেছে। তাদের আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নাপোলির রক্ষণভাগকে। একবার তো মারাত্মক ফাউলের আশ্রয়ও নেয় তারা। নাপোলি গোলরক্ষক ইলিয়া ক্যাপরিলে অবৈধভাবে পেড্রোকে বাধা দিয়ে ল্যাজিওকে পেনাল্টি উপহার দিয়েছিলেন। কিন্তু ২০ মিনিটের সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মাতিয়া জাকাগনি।
তবে বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ল্যাজিওকে। ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড তিজানি। ১৮ মিনিটের ব্যবধানে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। অবশ্য প্রথম গোল হজমের চার মিনিটের মধ্যে তা পরিশোধ করে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল নাপোলি। জিওভান্নি সিমিওনে ৩৬ মিনিটে গোলটি করেছিলেন। তিজানি পরের দুটো গোল করেন ৪১ ও ৫০ মিনিটে।
নাপোলি একাধিক নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখে একাদশ সাজিয়েছিল। তার খেসারতও তাদের দিতে হয়েছে। তবে আগামী রোববার তারা এ ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পাচ্ছে। এদিন ঘরোয়া লিগে মুখোমুখি হবে দল দুটি।