উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে এক অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে ইন্টার মিলান ও বার্সেলোনা। নিজেদের মাঠের খেলায় দ্বিতীয় লেগে ৪-৩ গোলের জয় নিয়ে ইন্টার মিলান ফাইনালে পৌঁছেছে। প্রথম লেগের খেলা ৩-৩ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলে গোল হয়েছে ১৩টি।
১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের আসর। ২০২৫ সালে এসে পূর্ণ হয়েছে ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় ফুটবলপ্রেমীরা বহু নাটকীয় ঘটনার সাক্ষী হয়েছে। দেখেছে বহু উত্থান পতন। তবে সান সিরোতে মঙ্গলবার রাতে যা হয়েছে তা বিরলই বলা যায়।
দুর্দান্ত লড়াইয়ের মাঝ দিয়ে ইন্টারি মিলান ও বার্সেলোনা নিজেদের নাম ইতিহাসের পাতাই তুলে নিয়েছে। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালের মঞ্চে এ ম্যাচেই সবচেয়ে বেশি গোল হয়েছে। দুই লেগ মিলে ১৩ গোল। তবে এই রেকর্ডটা যৌথভাবে ভাগাভাগি করতে হচ্ছে তাদের।
২০১৮ সালে লিভারপুল ও রোমার মধ্যেকার সেমিফাইনাল ম্যাচেও ১৩ গোল হয়েছিল। সেবার ঘরের মাঠে লিভারপুল ৫-২ গোলে জয় পেয়েছিল। ফিরতি লেগে তারা ৪-২ গোলে হেরে গিয়েছিল। ৭-৬ গোলের জয় নিয়ে তারা পৌঁছেছিল ফাইনালে।
ইতিহাস গড়ে ফাইনালে পৌঁছালে সেবার শিরোপার স্বাদ পায়নি লিভারপুল। রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















