কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ৬৫তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছেড়েও ট্রলের মুখে পড়েছিলেন লিওনেল মেসি। বিশেষকরে দলের সাথে ট্রফি নিয়ে উৎযাপন করায় ‘ইনজুরির নাটক’ করেছেন বলেও কটাক্ষ করেছেন সমালোচকরা। সেই মেসি আবার কবে খেলায় ফিরতে পারবেন সেই বিষয়টি অনিশ্চয়তার মধ্যে মধ্যে পড়ে গেলো।
ডান পায়ের গোড়ালির কারণে মাঠ ছেড়ে যাওয়া মেসির পরীক্ষা-নিরীক্ষা শেষে ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেসির চোট লিগামেন্টে ফলে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়।’
মেসির গুরুতর ইনজুরির কারণে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। ২৭ জুলাই লিগ কাপের ম্যাচে মেসিকে খেলার পরিকল্পনা ছিলো টাটা মার্টিনোর। মেজর লিগ সকারে অন্তত দুই ম্যাচ মেসিকে পাওয়া যাবেনা ধরে নিয়েই পরিকল্পনা করছিলেন মার্টিনো। কিন্তু গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোচের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে।