লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আগেই ভুগছিল ইনজুরির ধাক্কায়। এবার সেই তালিকায় যোগ হলো আরও দুই গুরুত্বপূর্ণ নাম—ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া ও গোলরক্ষক হুয়ান গার্সিয়া। দুজনেই বৃহস্পতিবার রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোট পান, আর এ কারণে মিস করবেন পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই।
শুক্রবার ক্লাবের অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে রাফিনিয়া মাঠের বাইরে থাকবেন অন্তত তিন সপ্তাহ। অন্যদিকে বাঁ হাঁটুর মেনিস্কাসে সমস্যা হওয়ায় শনিবার অস্ত্রোপচার করা হবে গার্সিয়ার। ফলে তাঁকে বাইরে থাকতে হতে পারে চার থেকে ছয় সপ্তাহ। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময়ই চোট পান এই গোলরক্ষক।
ওবেইদোর ম্যাচে পায়ে আঘাত পাওয়ার পর রাফিনিয়াকে বদলি করতে বাধ্য হন কোচ হ্যান্সি ফ্লিক। তাঁর পরিবর্তে নামা রবার্ট লেভানডফস্কি পরে হেডে দুর্দান্ত গোল করেন। তবে আসন্ন ম্যাচগুলোতে রাফিনিয়াকে না পাওয়া বার্সা কোচের জন্য বড় সমস্যা হয়েই দাঁড়াবে। সামনে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ এবং কয়েক দিন পরই পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ—দুটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এমন ইনজুরি ধাক্কা কাতালানদের চিন্তায় ফেলেছে।
গোলরক্ষক গার্সিয়া এই মৌসুমেই এস্পানিওল থেকে যোগ দেন বার্সায়। অভিজ্ঞদের মাঝে সুযোগ পেয়ে নিয়মিত একাদশে জায়গা করে নিচ্ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়তে পারে ভয়চেক সিজনির কাঁধে। তবে আগে থেকেই চোটে বাইরে আছেন আরেক গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। এছাড়া মিডফিল্ডার গাভি পায়েজ ও ফার্মিন লোপেজও ইনজুরিতে ভুগছেন।
যদিও দুঃসংবাদের ভিড়ে কিছুটা স্বস্তিও আছে। লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেই তাঁদের মাঠে দেখা যেতে পারে।
