দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। হাঁটুর জটিল অস্ত্রোপচারের পর এখন রিহ্যাব প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন এই রাইট ব্যাক। আগামী জুলাই থেকে অনুশীলন শুরু করার লক্ষ্য তার, আর ১২ আগস্ট এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে ফেরার আশা করছেন তিনি।
গত বছর সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন বিশ্বনাথ। এরপর পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন তিনি। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের রক্ষণভাগে ঘাটতি স্পষ্টভাবে অনুভূত হয়েছে, বিশেষ করে সদ্য সমাপ্ত বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে।
বিশ্বনাথের ইনজুরি ছিল ‘কার্টিনাল’-এ, যা বাংলাদেশের ফুটবলে এক বিরল ঘটনা। ক্লাব বসুন্ধরা কিংস পুরো চিকিৎসা ব্যয় বহন করেছে। ক্লাব ফিজিও আবু সুফিয়ানের তত্ত্বাবধানে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ায় রয়েছেন তিনি।
ফিটনেস ফেরাতে কঠোর পরিশ্রম করছেন এই ফুটবলার। বলেন, “পরিশ্রম আর বিশ্বাস দিয়েই আবার মাঠে ফিরতে চাই। জাতীয় দলে ফিরে দেশের হয়ে খেলাই এখন মূল লক্ষ্য।”
বিশ্বনাথের জায়গায় সাম্প্রতিক সময়ে খেলেছেন তাজ উদ্দিন ও শাকিল আহাদ তপু। দুজনই ভালো পারফর্ম করলেও বিশ্বনাথ লড়াইয়ে পিছিয়ে পড়ছেন না। তার ভাষায়, “তারা ভালো খেলেছে, আমি আমার সেরাটা দিয়েই দলে ফেরার চেষ্টা করব।”
বাংলাদেশের হয়ে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রভাব রাখেন বিশ্বনাথ। সাফে দলের জন্য আর্থিক প্রণোদনা, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো—সবই তাকে একজন টিম স্পিরিট সম্পন্ন মানবিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।