ইনজুরির কারণে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। পায়ের ইনজুুরির কারণে লিগ লড়াইয়ে অন্তত এক ম্যাচে তাকে বাইরে থাকতে হবে। ইনজুরি হালকা ধরণের হওয়ায় তার দ্রুত মাঠে ফেরা নিয়ে আশাবাদী কোচ কার্লো আনচেলোত্তি। তাই তো আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ইন্টারকনন্টিন্টোল কাপের ফাইনালে কোচ তাকে দলে রেখেছেন।
এমবাপ্পে সম্পর্কে কোচ আনচেলোত্তি বলেন,তার বাম উরুতে সমস্যা। এই শনিবার সে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামতে পারবে না। তবে আমাদের সঙ্গে কাতার যাবে। সেখানে সে খেলতে পারে কিনা তা আমরা দেখবো। এ সময়ের মধ্যে তার ইনজুরি মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই তাকে দলে নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতলান্তার বিপক্ষে ম্যাচে এমবাপ্পে পায়ে আঘাত পেয়েছিলেন। ফলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। মাঠ ছাড়ার আগে এমবাপ্পে একটা গোল করেন, যা চ্যাম্পিয়ন্স লিগে তার ৫০ম গোল ছিল।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচ আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ম্যাচ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আল আহলি ও পাচুয়ার মধ্যে জীয় দল শিরোপা লড়াইয়ে তাদের মুখোমুখি হবে।