ইতালিয়ান সেরি ‘আ’তে উড়ছে ইন্টার মিলান। লিগ মৌসুম শেষ হতে এখনো লম্বা সময় বাকি। অথচ এরই মাঝে শিরোপা লড়াইটা নিজেদের অধীন করে নিয়েছে দলটি। সোমবার রাতে নিজেদের মাঠে তারা জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে।
বিরতির আগেই গোল দুটো পায় ইন্টার মিলান। ক্রিস্টজান আসলানি ও অ্যালেক্সি সানচেজ করেন গোল দুটো। জেনোয়ার হয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান জোহান ভাসকুয়েজ।
এ জয়ের ফলে ইন্টার মিলানের ওপর থেকে চাপ আরো একটু কমেছে।
মূলত শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস এই চাপ কমাতে সহায়তা করেছে। আগের দিন তারা নাপোলির কাছে হেরে যাওয়ায় ইন্টার মিলান অনেকটা স্বস্তিতে ছিল।
জুভেন্টাসের হারের ফলে শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান এখন ১৫। ইন্টার মিলানের পয়েন্ট ৭২, জুভেন্টাসের ৫৭।
পয়েন্ট টেবিলের অবস্থানের দিক থেকে স্বস্তিতে থাকলেও মাঠে ইন্টার মিলানকে মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি জেনোয়া। সমান তালে লড়েছে তারা। গোলের সুযোগও প্রথমে পেয়েছিল সফরকারী দলটি। কিন্তু দুর্ভাগ্য তাদের।
মাতেও রেতেগুইয়ের হেড ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের দারুণ দক্ষতায় রুখে দেন। তবে সুযোগ নষ্ট করেননি আলসানি।
সানচেজের কাছ থেকে পাওয়া বল দারুণভাবে জেনোয়ার জালে জড়িয়ে দেন। এবার আর রূপকার নন, এবার গোলদাতা সানচেজ। গোল করেছেন পেনাল্টি থেকে। নিকোলা বারেলাকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পেয়েছিল ইন্টার মিলান।
বিরতির পর জেনোয়া ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেয়। তবে ওই এক গোলই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। সে সঙ্গে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।