উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক আগুন ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও বার্সেলোনা। ফাইনালে ওঠার শেষ লড়াই আজ। সেমিফাইনালের প্রথম লেগ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় উভয় দলের সামনে ‘জয়’ নামক সহজ পথ খোলা। যারাই জয় পাবে তারাই পৌঁছাবে ফাইনালে। ইতালির সান সিরোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
শক্তির বিচারে আজ বার্সেলোনা এগিয়ে। স্বস্তিতেও স্প্যানিশ দলটি এগিয়ে। ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদকে টপকে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। সে তুলনায় একটু হলেও পিছিয়ে। নাপোলির কাছে শীর্ষস্থান হারিয়ে পুনরুদ্ধারের লড়াই করছে তারা। তবে সেমিফাইনালের প্রথম লেগের কথা আসলেই বার্সেলোনা যেমন একটু মিইয়ে যায় বিপরীতে উজ্জ্বীবিত হওয়ার টনিক পেয়ে যায় ইন্টার মিলান। দলটি অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট কেড়ে এনেছে। ৩-৩ গোলে ড্র করেছে।
এ ম্যাচকে ঘিরে ইন্টার মিলান একটু স্বস্তিতেই রয়েছে। নিজেদের দুর্গে তারা যে অপ্রতিরোধ্য তা প্রমাণ দিয়ে চলেছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এ দুর্গে তারা ১৫ ম্যাচের ১৩টিতে জয় পেয়েছে। বাকি ম্যাচ ড্র। ইন্টার মিলানের এমন সাফল্য বার্সেলোনাকে দুঃশ্চিন্তায় ঠেলে দিয়েছে।
দুঃশ্চিন্ত থাকলেও বার্সেলোনা শিবিরে স্বস্তির বিষয়ও রয়েছে। লামিনে ইয়ামাল রয়েছে দুর্দান্ত ফমে। তার সঙ্গে যোগ হচ্ছেন রবার্ট লেফানদোভস্কি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সর্বোচ্চ এই গোলদাতা। চোটের কারণে প্রথম লেগের ম্যাচে খেলতে পারেননি লেফানদোভস্কি। আর সে সুযোগটাই নিয়েছিল ইন্টার মিলান। তবে ইন্টার মিলানের রক্ষণভাগ নিয়ে ভাবতেই হচ্ছে বার্সেলোনাকে।
লিগ পর্বের খেলায় দুর্গটা ঠিকই রেখেছিল ইন্টার মিলান। ৮ ম্যাচে মাত্র এক গোল হজম করেছিল। বিপরীতে ১১ গোল করেছিল তারা। আর বার্সেলোনা প্রতিপক্ষ গুলোকে ভাসিয়েছিল গোল বন্যায়। ২৮ গোল করেছিল। তবে তাদের রক্ষণভাগের দুর্বলতা ভালোই কাজে লাগিয়েছিল প্রতিপক্ষ দলগুলো, করেছিল ১৩ গোল। ফলে বার্সেলোনার আক্রমণভাগ আর ইন্টার মিলানের রক্ষণভাগের লড়াইটা বেশ জমজমাট হতে পারে।
