ইন্টার মিলানের আরো একটা সহজ জয়

ইতালিয়ান সেরি-আ

আরো একটা প্রত্যাশিত জয় ইন্টার মিলানের। লিগ শিরোপা জয়ের দিকে আরো একটা দৃঢ় পদক্ষেপ লাউতারো মার্টিনেজদের। বুধবার রাতে নিজেদের মাঠে সিরি আতে আটালান্টার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে ইন্টার। এই জয়ে তাদের সামনে বিশতম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরো জোরালো হয়েছে।

২৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান আরও পোক্ত করলো। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭। তারাও ২৬ ম্যাচ শেষ করেছে। সমান ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে তৃতীয় স্থানে।

ইন্টার মিলানের কাছে বিধ্বস্ত হলেও অ্যাওয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আটালান্টা। দশম মিনিটে গোলও তারা করেছিল। কিন্তু আক্রমণের শুরুতে হ্যান্ডবল হওয়ায় ভিএআর দেখে রেফারি তাদের গোল বাতিল করেন। গোল করেছিল ইন্টার মিলানও। অসাধারণ এক ক্রস থেকে নিকোলো বারেলা গোল করেছিলেন। কিন্তু অফ সাইডের কারণে এ গোল বাতিল হয়।

গোল বাতিল হওয়ার পর আটালান্টা আর গোলের দেখা পায়নি, তবে ইন্টার বন্যা বইয়ে দিয়েছে। প্রথমার্ধে মাতেও ডারমিয়ানের গোলে এগিয়ে যায় তারা। এ অর্ধের ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজ ব্যবধান বাড়িয়ে নেন।

বিরতির পরপরই ফেডেরিকো ডিমার্কো ব্যবধান ৩-০ করেন। ৭১ মিনিটে ডেভিড ফ্রাত্তেসি জয় নিশ্চিত করেনে। এ ম্যাচে গোলের মাঝ দিয়ে লাউতারো মার্টিনেজ তার গোল সংখ্যাকে আরো সমৃদ্ধ করেছেন। ২৪ ম্যাচে ২৩ গোল তার। এর ফলে আরো একবার লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। এ ম্যাচে আরো একটা গোল পেতে পারতেন মার্টিনেজ। কিন্তু পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা।

Exit mobile version