লিগ লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে শনিবার রাতে বড় জয় পেয়েছে ইন্টার মিলান। হেলাস ভেরোনাকে ৫-০ গোলে হারিয়েছে। পাঁচটি গোলই হয় প্রথমার্ধে।
বড় ব্যবধানে জয়ের ফলে ইন্টার মিলানের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে। ১৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় আটালান্টা রয়েছে শীর্ষে। আটালান্টা এক গোলে এগিয়ে। উভয় দলের এক ধাপ নিচে নেমে যাওয়ার শঙ্কাও রয়েছে। আজ নাপোলি তাদের ম্যাচে রোমাকে হারাতে পারলে ২৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে উঠে আসবে।
অসুস্থতার কারণে ভেরোনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে ক্লাবে ফেরা লাউতারো জ্বরে ভুগছেন। তার অনুপস্থিতিতে সতীর্থরা গোল করার দায়িত্ব নেন। একে একে স্কোরশিটে নাম লেখান জোয়াকুইন কোরে, মার্ক থুরাম, স্তেফান ও ইয়ান বিসেক। থুরাম জোড়া গোল করেন। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে এই পাঁচ গোল পায় ইন্টার মিলান।
এই হারের ফলে ভেরোনা তাদের সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হারলো। ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্দশ স্থানে রয়েছে।