ইন্টার মিলানে কোচ সিমোন ইনজাঘির স্থলাভিষিক্ত হচ্ছেন রোমানিয়ার ক্রিশ্চিয়ান চিভু। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইনজাঘির ভবিষ্যত চূড়ান্ত হয়ে যায়।
প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তি চিভুর। ইন্টার মিলানের সঙ্গে চিভুর সম্পর্কটা পুরানো। একটা সময় ইতালিয়ান ক্লাবের ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন চিভু। হোসে মরিনহোর সময়ে ২০১০ সালে ট্রেবল জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পারমার সিনিয়র দলের হয়ে কাজ করার সুযোগ পান চিভু। এখন তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। আশা করছি তিনি তার ডেডিকেশন ও পরিশ্রম দিয়ে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন।
দায়িত্ব নিয়েই চিভুকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। তার দল মৌসুম শুরুর আগেই খেলছে ক্লাব বিশ্ব কাপ। আগামী ১৭ জুন লস অ্যাঞ্জেলসে মেক্সিকান দল মন্তেরের মুখোমুখি হবে ইন্টার মিলান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















