শেষ ম্যাচে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে হারিয়ে ক্লাব বিশ্ব কাপ ফুটবলের শেষ ষোলোতে পৌঁছেছে মেক্সিকান ক্লাব মন্তেরি। শেষ ম্যাচে তারা ৪-০ গোলে হারিয়েছে রেড ডায়মন্ডসকে। এ জয়ের ফলে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে মন্তেরি। তাদের সাফল্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেট। রিভার প্লেট তৃতীয় হয়েছে।
এ জয়ের ফলে মন্তেরির পয়েন্ট তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট। ইন্টার মিলানের পয়েন্ট ৭। আর রিভার প্লেটের সংগ্রহ ৪ পয়েন্ট।
মেক্সিকান ক্লাব রেড ডায়মন্ডসকে এক প্রকার উড়িয়ে দিয়েছে মন্তেরি। প্রথমার্ধে মাত্র ৯ মিনিটের মধ্যে তিনবার রেড ডায়মন্ডসের জালে বল পাঠায় তারা। নেলসন ডিওসা, জার্মান বেরতারামে ও জেসুস কোরোনা গোল করেন। মন্তেরি তাদের শেষ গোলটি পায় ৯৭ মিনিটে। এ গোলটি করেন বেরতারামে।
গ্রুপের অপর ম্যাচে ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে রিভার প্লেট। মন্তেরি দ্বিতীয় রাউন্ডে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে। আগামী মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
