ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে পড়েছে ইন্টার মিলান। বিশ্ব ক্লাব কাপে খেলা ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ইরান তাদের আকাশ পথ বন্ধ রেখেছে। ফলে ইরানে বিমান চলাচল বন্ধ। এ অবস্থায় তারেমি দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। গত মঙ্গলবার বাছাই খেলায় নিজেদের শেষ ম্যাচে তারা উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তারেমি। খেলা শেষে গত শনিবার একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলসে ইন্টার মিলানের সতীর্থদের সঙ্গে তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় ইরান। ফলে তারেমি দেশ ছাড়তে পারেননি।
তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এমনটা জানিয়ে ইন্টার মিলান এক বিবৃতিতে বলেছে, আমাদের স্ট্রাইকার তারেমি নিরাপদ স্থানেই আছে। তবে আমরা তাকে স্থলপথে লস অ্যাঞ্জেলসে আনার ঝুঁকি নিতে চাই না।
বাংলাদেশ সময় আজ সকালে ইন্টার মায়ামি ও আল আহলি ক্লাবের মধ্যেকার ম্যাচ দিয়ে বিশ্ব ক্লাব কাপের খেলা শুরু হয়েছে। ইন্টার মিলানের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বুধবার সকালে। মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে খেলবে তারা। এ ম্যাচে তারেমির খেলা হবে না বলে নিশ্চিত করেছে ইন্টার মিলান।