সেরি আ’ জয়ের দারুণ সুযোগ ছিল সিমোন ইনজাঘির সামনে। অনেকটা হেলায় সেই সুযোগ হারিয়েছে তার দল ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ফেভারিট থেকেও শিরোপা জয় করতে পারেনি। এমন অবস্থায় ক্লাব ছাড়ছেন ইনজাঘি। যোগ দিচ্ছেন সৌদি ক্লাবে। ইন্টার মিলান তার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার ইন্টার মিলান ক্লাব ওয়েব সাইটে ইনজাঘির ক্লাব ছাড়ার বিষয়ে তথ্য প্রকাশ করে। ইনজাঘি ক্লাব সমর্থকদের উদ্দেশে লিখেছেন, গত চার বছরে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। এখন আমার ক্লাব ছাড়ার সময় এসেছে।
সৌদির কোন ক্লাবে ইনজাঘি যোগ দিতে যাচ্ছেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটা সূত্র জানিয়েছে, আল হিলাল ইনজাঘির পেছনে বিপুল অর্থ বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। তারা প্রতি মৌসুমে ২০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় তারা।
এদিকে ইন্টার মিলানের দায়িত্ব কে নিচ্ছে সে বিষয়টি নিশ্চিত নয়। আগামী ১৪ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ১৭ জুন ইন্টার মিলান প্রথম ম্যাচ খেলবে। এ ম্যাচের তাদের প্রতিপক্ষ মন্তেরে। আর আল হিলাল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইন্টার মিলান। আর সেরি আতে এক পয়েন্ট পেছনে থেকে রানার্স আপ হয় তার দল। নাপোলি হয় চ্যাম্পিয়ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















