ইন্টার মিলান ছেড়ে আল হিলালে ইনজাঘি

শেষ গুঞ্জনই সত্যি হলো। ইন্টার মিলান ছেড়ে সিমোন ইনজাঘি সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তি করেছেন ইন্টার মিলানের সাবেক এই কোচ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে বিধ্বস্ত হওয়ার পরপরই ইনজাঘি ইন্টার মিলান ছাড়ার কথা জানিয়ে দেন। প্রতি মৌসুমে তাকে ২০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব করে আল হিলাল। শেষ পর্যন্ত আর্থিক বিষয়টি পরিস্কার না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আল হিলাল লিখেছে, ইতালিয়ান জিনিয়াস এখন আল হিলালে।’

ইনজাঘির অধীনে গত মৌসুমে সেরি আ শিরোপা জয় করেছিল। ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের সময়ও তিনি ইন্টার মিলানের কোচ ছিলেন। এ মৌসুমে সেরি আতে তার দল রানার্স আপ হয়েছে। এ মৌসুমে তিনি কোনো শিরোপা জয় করতে পারেননি। সেরি আ’ ও চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হয়েছে তার দল। ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। উভয় কাপে এসি মিলানের কাছে হারে তার দল।

আল হিলালের হয়ে ইনজাঘির প্রথম মিশন ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমেই তার দলকে কঠিন পরীক্ষায় নামতে হবে। আগামী ১৮ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

Exit mobile version