শেষটা কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্নটা ভালোভাবেই ধরে রেখেছে আর্সেনাল। শুক্রবার রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠের খেলায় তারা ইপসউইচকে ১-০ গোলে হারিয়েছে। কাই হাভের্টজ করেন একমাত্র গোলটি।
এ জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে চেলসি ও নটিংহাম ফরেস্ট যথাক্রমে ৩৫ ও ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনালকে অনুসরণ করে চলেছে। ৪২ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে বেশ স্বস্তিতে। ১৭ ম্যাচে এই সংগ্রহ তাদের।
প্রতিপক্ষ ইপসউইচ বর্তমানে নিচু সারির দলগুলোর একটি। অবনমন এড়ানোর জন্য লড়ছে তারা। তারপরও আর্সেনালকে যথেষ্ঠ ভুগিয়েছে তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধের একটা পর্যায়ে আর্সেনালের জন্য তারা ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছিল। বেশ কিছুটা সময় আর্সেনালকে চাপে রেখেছিল তারা। তবে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি, গোলের দেখাও পায়নি তারা।
আর্সেনাল ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে গ্যাব্রিয়েল জেসুস গোল করেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি। দূরহ কোন থেকে ইপসউইচের গোলরক্ষক আরিজানেত মুরিকের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















