ইয়ামালকে হতাশ করে দুয়ে সেরা তরুণ খেলোয়াড়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতিটা দেখতে পাচ্ছিলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। হাত ছোয়া দূরত্বে ছিল স্বীকৃতিটা। কিন্তু এক ঝটকায় তাকে হটিয়ে সেই স্বীকৃতিটা নিজের করে নিয়েছেন দেজিরে দুয়ে। প্যারিস সেন্ত জার্মেইয়ের এই তরুণ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করে সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন।

দেজিরি শুধু জোড়া গোল করেছেন তা নয়, গোলের রূপকারও ছিলেন। আশরাফ হাকিমি যে গোলের মাধ্যমে প্যারিস সেন্ত জার্মেইকে এগিয়ে নিয়েছিলেন সেই গোলের রূপকার ছিলেন দুয়ে। তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। দুয়ের পাশাপাশি প্যারিস সেন্ত জার্মেইয়ের সাত খেলোয়াড় এই একাদশে সুযোগ পেয়েছে। রানার্স ইন্টার মিলান থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়ের সংখ্যা মাত্র এক।

পিএসজির উসমানে দেম্বেলে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ২৮ বছর বয়সী এ খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে আট গোল করেছেন। তবে ফাইনালে গোলের দেখা পাননি। ফাইনালের পিএসজির করা পাঁচ গোলে নাম লিখিয়েছিলেন দেজিরে দুয়ে, খিচা কাভারেস্কাইয়া, সেনি মাইয়ুলু ও আশরাফ হাকিমি। দুয়ে করেছেন জোড়া গোল।

Exit mobile version