বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন লামিনে ইয়ামাল। এই তরুণ তারকার সঙ্গে বন্ধনটা আরো দৃঢ় করার পথ বেছে নিয়েছে বার্সেলোনা। ক্লাবটির প্রেসিডেন্ট ও খেলোয়াড়ের এজেন্ট জর্জ মেন্ডেসের মধ্যে এক সফল আলোচনা শেষে ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে।
১৭ বছর বয়সী ইয়ামালের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। নতুন চুক্তি হলে তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে। একটা সূত্র জানিয়েছে, ক্লাব ও খেলোয়াড়ের এজেন্টের মধ্যে আলোচনা ফলপ্রসু হয়েছে। উভয় পক্ষ সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
ইয়ামালের বর্তমান বয়স ১৭ হলে আগামী জুলাইয়ে আঠারোতে পা রাখবেন তিনি। বার্সেলোনার এই তরুণ খেলোয়াড় বর্তমান ক্লাবে থাকার ব্যাপারে তার ইচ্ছার কথা আগেই প্রকাশ করেছেন।
ইয়ামাল তার বর্তমান চুক্তিটি ২০২৩ সালে করেছিলেন। সে সময় তার বয়স আঠানোর নিচে থাকায় নিয়ম বেড়াজালে পড়ে তিন বছরের বেশি চুক্তি করতে পারেননি।
শেষ হওয়া মৌসুমে ইয়ামাল বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ১৮টি, গোলে সহযোগিতা করেছেন ২৫টিতে। ক্লাবের হয়ে তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তার দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















