লা লিগায় বার্সেলোনা শিরোপা জয় নিশ্চিত করেছে। গত রাতে এস্পানিওলকে হারানোর মাঝ দিয়ে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়। ২-০ গোলে পাওয়া জয়ে প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার শিরোপা জয়ে পুরো মৌসুম জুড়ে তার ভূমিকা ছিল উজ্জ্বল।
১৭ বছর বয়সী ইয়ামাল পারফরম্যান্স দিয়ে বার্সেলোনাকে শিরোপা জয়ে সহযোগিতা করার পাশাপাশি অন্যদের নজরও কেড়েছেন। চেলসির তারকা খেলোয়াড় কোল পালমার তো ইয়ামালকে এ সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে পালমার বলেন, সত্যি কথা বলতে কি, এ মুহুর্তে ইয়ামালকে আমার কাছে সেরা মনে হচ্ছে।
তবে দুর্ভাগ্য ইয়ামালের। ট্রেবল জয়ের সুযোগটা হাতছাড়া হয়েছে তার। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে হেরে যায় তার দল। প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে যায় বার্সেলোনা। ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ গোল করেছেন, সমসংখ্যক গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন।
কোল পালমারের দল চেলসি আগামী ২৮ মে কনফারেন্স লিগের ফাইনাল খেলবে। এ ম্যাচে তার দলের প্রতিপক্ষ লা লিগার রিয়াল বেতিস।