ঈদের দিনে হামজা-জামালদের ক্লোজ-ডোর অনুশীলন

১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে পারলে বাছাইপর্ব উৎরে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের স্বপ্নটা জোরালো হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন চালিয়ে যাওয়া হ্যাভিয়ের ক্যাবরেরা বাহিনী পবিত্র ঈদুল আযহার দিনেও অনুশীলন চালিয়ে গেছে। তবে এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।

দলের সব ফুটবলারই এদিন অনুশীলনে যোগ দিয়েছিলেন। শুক্রবার প্রথমবারের মতো স্কোয়াডের ২৬ ফুটবলার নিয়ে অনুশীলনে নামে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম চার জুন ঢাকায় পা রাখেন। আর ৫ জুন অনুশীলন না থাকায় ৬ তারিখই প্রথমবারের মতো দলীয় অনুশীলনে যোগ দেয়ার সুযোগ পান। আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেন শমিত।

Exit mobile version