উড়ছিল মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মাঠে নামলেই জয় ধরা দিচ্ছিল তাদের হাতে। কিন্তু প্রথম লেগের শেষ ম্যাচে দলটি হোঁচট খেয়েছে। শুক্রবার প্রথম হারের স্বাদ পেয়েছে সাদা কালো জার্সিধারীরা। ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে ১-০ গোলে হেরেছে তারা। হারলেও ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল অমীমাংসিত। এ সময়ে মোহামেডান একবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। হঠাৎ করে পাওয়া সুযোগটি তিনি বাইরে মেরে নষ্ট করেন। এ অর্ধে ২৪ মিনিটের সময় ফকিরেরপুলও একটা সুযোগ নষ্ট করে।
৬২ মিনিটে মনসুৃর কুলদিয়াতে একটি সুযোগ নষ্ট করেন। বক্সের মধ্যে অরক্ষিত থেকে গোল করতে পারেননি তিনি। এ ব্যর্থতার খেসারত একটু পরেই দিতে হয় মোহামেডানকে। ৬৫ মিনিটে মোহামেডানের সমর্থকদের স্তদ্ধ করে দেন সারদোর জাহোনোভা। দূর পাল্লার বুলেট গতির শটে তিনি মোহামেডানের গোলরক্ষককে পরাভূত করেন।
ইনজুরি সময়ে মোহামেডান ম্যাচে ফেরার জন্য প্রচণ্ড চাপ তৈরি করে। একাধিক কর্ণারও পায় তার। কিন্তু গোলের দেখা পাওয়া হয়নি তাদের।
শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ২৪ রয়েছে। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ১৯। শনিবার ব্রাদার্সকে হারাতে পারলে তারা মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়ে আনবে। ফকিরেরপুলের এটা তৃতীয় জয়, ৯ পয়েন্ট সংগ্রহ তাদের।