স্প্যানিশ লা লিগায় উত্তাপ ছড়ানো ম্যাচে পরাজয় এড়িয়ে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিক ভ্যালেন্সিয়া ম্যাচের ৩০ মিনিটেই দুই গোলে এগিয়ে যায়। ইনজুরির কারণে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ করা রিয়াল দ্বিতীয় গোল পায় ৭৬তম মিনিটে। খেলা শেষ হওয়ার আগে লাল কার্ড দেখেন রিয়ালের জুডে বেলিংহাম।
রেফারির সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখানোয় জুডে বেলিংহাম ইনজুরি সময়ের নবম মিনিটে লাল কার্ড দেখেন। এর আগ মূহুর্তের এক ঘটনা নিয়ে পরিবেশ উত্তপ্ত হয়েছিল। ব্রাহিম দায়াজের একটা ক্রস থেকে দারুণ এক হেড নিয়েছিলেন বেলিংহাম। বলের ঠিকানা কোথায় তা না দেখেই হেডের সঙ্গে সঙ্গে রেফারি জেসুস গিল মানজানো খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। আর তাতেই শুরু হয় বাক বিতণ্ড। তারই ধারাবাহিকতায় লাল কার্ড দেখেন বেলিংহাম।
এর আগে ভ্যালেন্সিয়ার এ মাঠে রিয়াল মাদ্রিদ হারটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছিল। আধাঘন্টার মধ্যে তারা দুই গোলে পিছিয়ে পড়েছিল। হুগো ডুরো এবং রোমান ইয়ারেমচুক ২৭ ও ৩০ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির আগেই প্রথমার্ধের ইনজুরি সময়ে ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান কমান। ৭৬ মিনিটে আবার গোল করে ম্যাচে সমতা আনেন তিনি।
জয়টা পেতেই পারতো ভ্যালেন্সিয়া। ইনজুরি সময়ে একটা পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। হুগো ডুরো ফাউলের সুবাদে এ পেনাল্টির দাবি উঠেছিল।
পয়েন্ট হারালেও রিয়াল মাদ্রিদ ভালোভাবেই শীর্ষস্থান ধরে রেখেছে। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৬। জিরোনা ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ২৬ ম্যাচ খেলেছে। বার্সেলোনা ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।