উয়েফার কাছে ইসরায়েলি ফুটবল নিষিদ্ধের প্রস্তাব দিচ্ছে আয়ারল্যান্ড

ইসরায়েল বিরোধী আন্দোলন

আগ্রাসন আর মানবতাবিরোধী কার্যক্রমের জন্য ইসরায়েল উপর সরব আয়ারল্যান্ড এবার আরও কড়া অবস্থান নিচ্ছে। দেশটির ফুটবল কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখানোর পাশাপাশি ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে ইসরায়েলি ফুটবলকে প্রতিযোগিতার বাইরে রাখার জন্য প্রস্তাব পাঠাবে।

গত শনিবার এফএআই’র গভর্নিং বডি এক ভোটে সিদ্ধান্ত নেয় যে, ইসরায়েলি ফুটবল সংস্থা উয়েফার নীতি লঙ্ঘন করেছে। তারা যথাযথ অ্যান্টি-রেসিজম নীতি প্রয়োগ করেনি এবং ফিলিস্তিনের অনুমতি ছাড়া ম্যাচ আয়োজন করেছে। ভোটে ৭৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন, ৭ জন বিপক্ষে এবং ২ জন অনুপস্থিত ছিলেন।

ভোটে বড় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পাওয়ায় এফএআই উয়েফার কাছে পুনরায় ইসরায়েলি ফুটবল নিষিদ্ধের প্রস্তাব জমা দেবে। যদিও বিষয়টি নিয়ে উয়েফা এখনও কোনো মন্তব্য দেয়নি।

এর আগে তুরস্ক ও নরওয়ের ফুটবল কর্তৃপক্ষও একই দাবি জানিয়েছিল। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উত্থাপিত হয়েছিল, তবে ইসরায়েল সেই প্রতিবেদন অস্বীকার করেছে।

এফএআই আগামী ৩ ডিসেম্বর উয়েফার সভায় তাদের প্রস্তাব উপস্থাপন করবে। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে ইসরায়েল ইতোমধ্যেই খেলছে। তাদের পরবর্তী ম্যাচ হবে ১৬ নভেম্বর মলদোভার বিপক্ষে। বিশ্বকাপে অংশ নিতে শীর্ষ দুইয়ে থাকা জরুরি।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিশ্বকাপের আগে উয়েফা ইসরায়েলকে নিষিদ্ধ করতে রাজি হবে কি না তা রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনীয় চাপের ওপর নির্ভর করবে।

Exit mobile version