উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে নাপোলিকে পেলো বার্সেলোনা

চূড়ান্ত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শেষ ষোলোতে এফসি কোপেনহেগেনের বিপক্ষে খেলবে। আর ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আরবি লাইপজিগ।

গ্রুপ ‘এ’তে কোপেনহেগেন রানার্স আপ হয়ে নক আউট পর্বে খেলার টিকিট পেয়েছিল। গ্রুপ পর্বে তারা সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল। তবে যে কয়টা দল নক আউট পর্বে খেলার সুযোগ পেয়েছে তাদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার নিচে অব¯’ান এই কোপেনহেগেনের।

ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ যেমন সহজ প্রতিপক্ষ পেয়েছে শেষ ষোলোতে তেমন তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে খেলবে তারা। এই একটি হাইভোল্টেজের পাশাপাশি আরো একটা টানটান উত্তেজনার ম্যাচ রয়েছে। সে ম্যাচে মুখোমুখি হবে তিনবারের শিরোপাজয়ী ইন্টার মিলান ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবারের মতো নক আউট পর্বে সুযোগ পাওয়া আর্সেনাল খেলবে দুইবারের চ্যাম্পিয়ন এফসি পোর্তোর বিপক্ষে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ খেলবে ল্যাজিওর বিপক্ষে।

এফ গ্রুপ ‘এ’তে কোপেনহেগেন রানার্স আপ হয়ে নক আউট পর্বে খেলার টিকিট পেয়েছিল। গ্রুপ পর্বে তারা সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল। তবে যে কয়টা দল নক আউট পর্বে খেলার সুযোগ পেয়েছে তাদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার নিচে অবস্থান এই কোপেনহেগেনের।

গ্রুপ থেকে রানার্স আপ হয়ে আসা প্যারিস সেন্ট জার্মেইয়ের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বরুশিয়া ডর্টমুন্ড খেলবে পিএসজি আইন্দহোভেনের বিপক্ষে।

আগামী বছরের ফেব্রুয়ারির ১৩ ও ১৪ এবং ২০ ও ২১ তারিখে প্রথম লেগের খেলা হবে। ফিরতি লেগের খেলা হবে ৫ ও ৬ মার্চ এবং ১২ ও ১৩ মার্চ। আগামী ১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি:

এফসি পোর্তো (পর্তুগাল)-আর্সেনাল (ইংল্যান্ড)

নাপোলি (ইতালি)-বার্সেলোনা (স্পেন)

পিএসজি (ফ্রান্স)-রিয়াল সোসিয়েদাদ (স্পেন)

ইন্টার মিলান (ইতালি)-অ্যাতলেতিকো মাদ্রিদ (স্পেন)

পিএসভি আইন্দহোফেন (নেদারল্যান্ডস)-বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি)

লাৎসিও (ইতালি)-বায়ার্ন মিউনিখ (জার্মানি)

এফসি কোপেনহেগেন (ডেনমার্ক)-ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)


আরবি লাইপজিগ (জার্মানি)-রিয়াল মাদ্রিদ (স্পেন)।

Exit mobile version