উয়েফা নেশন্স লিগে কষ্টের জয় পেয়েছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ম্যাচে ২-১ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচে জয়ের নায়ক ডেনিস উন্দাভ, দুটি গোলই করেন তিনি।
ম্যাচের শুরু থেকে একচেটিয়া পজেশন ধরে রাখে জার্মানি। আক্রমণে যদিও সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ছয় মিনিট পরই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যায় তারা।
এরপর ৫৮তম মিনিটে জালে বল জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। তবে সতীর্থের অফসাইডে তা বাতিল হয়ে যায়। জার্মানদের একের পর এক গোলের উচ্ছ্বাস নিভে যাওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।