বছরের শেষ ম্যাচে এসেও অস্বস্তি থেকে মুক্তি পেল না ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আলো ছড়াচ্ছে তখন তারা নিচে নামছে। আজ সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় উরুগুয়ের সঙ্গে ড্র করেছে তারা। ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ায় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। আর ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা নেতৃত্ব দিচ্ছে। ব্রাজিলের ওপরে থাকা ইকুয়েডর ও কলম্বিয়ার পয়েন্ট ১৯। গোল পার্থক্যে ইকুয়েডর তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে কলম্বিয়া।
নিজেদের মাঠের খেলায় ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। একের পর এক আক্রমণ করেছে তারা। উরুগুয়ের গোল লক্ষ্য করে ১৮টি শট নিয়েছে। বিপরীতে উরুগুয়ে নিয়েছে আটটি। ফাউলেরও ছড়াছড়ি ছিল বেশ। রেফারিকে মোট ২৬ বার ফাউরের বাঁশি বাজাতে হয়েছে। হলুদ কার্ড ব্যবহার করতে হয়েছে পাঁচবার।
সালভাদরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ব্রাজিলের আধিপত্য থাকলেও আগে গোল পায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদে খেলা ফেদেরিকো ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। অবশ্য এ গোলের ভার খুব বেশি সময় কাঁধে নিয়ে বেড়াতে হয়নি ব্রাজিলকে। সাত মিনিট পর পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত শটে ব্রাজিল সমতায় ফেরায়।
২০২৬ সালের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল চূড়ান্ত পর্বে খেলবে।