ঋতুপর্ণার জোড়া গোলে মাসুরা-রুপ্নাদের হার

ভুটান নারী ফুটবল লিগে এক জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের তারকায় ঠাসা দুটি দল—পারো এফসি ও ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই হাইভোল্টেজ ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সাবিনা-ঋতুপর্ণাদের পারো। ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা চাকমা।

ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও গোলরক্ষক রুপ্না চাকমা। অপরদিকে, পারো এফসিতে মাঠে নেমেছেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুসিমা।

প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করে সমতায় থাকে। পারোর হয়ে প্রথম গোলটি করেন ঋতু। দ্বিতীয়ার্ধে দলকে লিড এনে দেন মনিকা চাকমা। ম্যাচের ৮১ মিনিটে বক্সের বাঁ পাশ থেকে ঋতুপর্ণা যেভাবে গোলটি করেন, তা ছিল দর্শনীয়—রুপ্না কিছুই করতে পারেননি। এই গোলে নিশ্চিত হয় পারোর জয়।

ম্যাচ শেষে ঋতুপর্ণা বলেন, ‘ম্যাচটি অনেক কঠিন ছিল। টিমমেটরা সহায়তা করায় গোল পেয়েছি এবং ম্যাচ সেরা হয়েছি। দল জিতেছে এজন্য খুশি।’

Exit mobile version