বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। অসুস্থ বসুপতি চাকমার চিকিৎসার জন্য দেওয়া হয়েছে ২ লাখ টাকার আর্থিক সহায়তা।
বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে অনুদানের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ নিজ হাতে ঋতুপর্ণার বড় বোন পম্পী চাকমার কাছে চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর এসএম মান্না ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, “ঋতুপর্ণার মা বসুপতি চাকমার অসুস্থতার খবরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
ঋতুপর্ণা চাকমা দেশের জন্য ফুটবল খেলায় অসামান্য অবদান রেখেছেন। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার সন্তান হিসেবে তিনি শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার মায়ের চিকিৎসার জন্য এমন সহযোগিতা মন্ত্রণালয়ের একটি মানবিক দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।
এই ধরনের সহায়তা দেশের ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা ভবিষ্যতে অন্যান্য খেলোয়াড়দের মনোবল বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত কর্মকর্তারা।
