বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা এবার দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বিদেশি ক্লাবে। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের এই কৃতি কন্যা যোগ দিয়েছেন ভুটানের ‘রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব’ (আরটিসি উইম্যান এফসি)-এ। আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে তিনি খেলবেন এই ক্লাবের হয়ে।
গত ৮ আগস্ট থিম্পু পৌঁছে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন রিপা এবং পরের দিনই অনুশীলনে অংশ নেন। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এর আগে বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়া পর্যন্ত প্রতিটি সাফল্যে রিপার জন্মস্থান উচ্ছ্বাসে মেতে উঠেছে। এশিয়ান কাপে প্রথমবার খেলার গৌরব অর্জন থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কাতার সফরে চার ক্রীড়াবিদের একজন হওয়া—সব অর্জনই গর্বের হয়ে এসেছে তার এলাকার মানুষের জন্য।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন বলেন, “রিপার এই অর্জন আমাদের জন্য গর্বের। তার অনুপ্রেরণায় কক্সবাজার থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।” স্থানীয় ক্রীড়া সংগঠক শামসুল আলম সোহাগ জানান, “জাতীয় দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে রিপার পারফরম্যান্স আমাদের গর্বিত করে।”
রিপার ভাই ফারুক হোসেন আবেগ নিয়ে বলেন, “অনেক বাধা ডিঙ্গিয়ে রিপা আজ এই পর্যায়ে পৌঁছেছে। দেশকে সে আরো ভালো কিছু দিক—সবাই বোনের জন্য দোয়া করবেন।”
১৭ আগস্ট লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে রিপাকে, যা হতে পারে তার বিদেশি ক্লাব ক্যারিয়ারের প্রথম চ্যালেঞ্জ।
