বাজে সময়টা কাটছেই না ম্যানচেস্টার সিটির। অ্যাওয়েতে সর্বশেষ কবে তারা জয়ের হাসি হেসেছিল তা সমর্থকরা ভুলতেই বসেছে। শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে তারা। একই দিনে আরও নাজুক অবস্থার শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে গেছে দলটি।
ওল্ড ট্রাফোর্ডে নটিংহাম ফরেস্টের জন্য এ জয় এক বিশাল আনন্দের। গত ৩০ বছরে ওল্ড ট্রাফোর্ডে তারা কখনো জয়ের মুখ দেখেনি। এ ম্যাচে ম্যানইউয়ের সেট পিসে দুর্বলতা আবার ধরা পড়েছে। আগের ম্যাচে আর্সেনালের কাছে দুই কর্নার থেকে দুই গোল হজম করেছিল তারা। এবার ম্যাচের শুরুতেই সেই কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। ডিফেন্ডার নিকোলো মিলেনকোভিচ হেড করে দলকে এগিয়ে নেন। ১৮ মিনিটে ম্যানইউ সমতা ফিরিয়ে আনে।
বিরতির পরপরই মাত্র সাত মিনিটের মধ্যে জোড়া গোল পেয়ে যায় নটিংহাম ফরেস্ট। মরগান গিবস ৪৭ মিনিটে এবং ক্রিস উড ৫৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ব্রুনো ফের্নান্দেজ ৬১ মিনিটে ব্যবধান কমালেও ম্যানইউ হার এড়াতে পারেনি।
অ্যাওয়েতে জয় ম্যানসিটির জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্রিস্টাল প্যালেসের কাছে হারের ফলে টানা ছয় ম্যাচ অ্যাওয়েতে জয়বঞ্চিত থাকলো ম্যানসিটি।
দ্বিতীয় মিনিটে ড্যানিয়েল মুনোজ গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নিয়েছিলেন মুনোজ। আর্লিং হলান্ডের গোলে তারা সমতা ফিরিয়ে আনলেও ল্যাকরোক্সির গোলে আবার গিয়ে যায় স্বাগতিক দল। ৬৮ মিনিটে রিকো লুইসের গোলে সমতা ফেরায় ম্যানসিটি। আর কোনো গোল না হলেও ৮৪ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখে ম্যানসিটি দুর্ভাগ্য বাড়িয়ে দেন।