এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হয়েছে। শুরুর একাদশে হামজা চৌধুরীর সাথে জায়গা করে নিয়েছে শমিত সোম ও জায়ান আহমেদ। শুরুর একাদশে নেই অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও ইতালি প্রবাসী ফাহমিদুল। যাদের পারফরম্যান্স আগের ম্যাচে প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে, সমালোচনার মুখে থাকা সাদ আবারও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে, যা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশের শুরুটা করছে গোলপোস্টে মিতুল মারমা। আগের ম্যাচে একাধিক গোল হজম করলেও কোচ তার প্রতি আস্থা রেখেছেন। ডিফেন্স লাইন সাজানো হয়েছে তারিক কাজী, তপু বর্মন (অধিনায়ক), শাকিল ও সাদকে নিয়ে। মিডফিল্ডে রয়েছেন যায়ান, হামজা ও শোম—যাদের কাঁধে থাকবে খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণের দায়িত্ব। আক্রমণে থাকবে সোহেল রানা, মোরসালিন ও রাকিব—এই তিনজনের কেমিস্ট্রিই আজ নির্ধারণ করবে বাংলাদেশের আক্রমণভাগ কতটা প্রাণবন্ত হয়।
দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে প্রশ্ন তুলছেন—অভিজ্ঞ জামালকে বাইরে রেখে কি বাংলাদেশ ঝুঁকি নিচ্ছে? আবার কেউ কেউ বিশ্বাস করছেন, নতুন কম্বিনেশনেই লুকিয়ে আছে সম্ভাবনা।
এখন চাপ স্পষ্ট—এই ম্যাচে জিততেই হবে। কারণ, কোয়ালিফায়ারে টিকে থাকতে হলে গ্রুপের বাকি তিন ম্যাচেই জয় প্রয়োজন বাংলাদেশের। তাই হংকংয়ের বিপক্ষে আজকের ৯০ মিনিট শুধু ম্যাচ নয়, বরং দেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষা।
আজকের রাতে প্রশ্ন একটাই—নতুন একাদশ কি ফেরাতে পারবে বাংলাদেশের ভাগ্য? নাকি আবারও হারিয়ে যাবে সুযোগের সীমানায়? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















