এক অনন্য রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও!

ছবি: কালেক্টেড

পেশাদার ফুটবলের দুই দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও। বয়স যখন ৪৫-এর দোরগোড়ায়, তখনও তিনি মাঠে সমান স্বচ্ছন্দ। এবার ছুঁলেন কিংবদন্তি ইংলিশ গোলকিপার পিটার শিল্টনের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

শনিবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামেন ফাবিও। এটি ছিল তার ক্যারিয়ারের ১ হাজার ৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। ফলে শিল্টনের পাশে বসে গেলেন তিনি। ইংল্যান্ডের সাবেক এই তারকা ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেছেন একই সংখ্যক ম্যাচ।

মাইলফলক ছোঁয়ার রাতটি জয়ে রাঙায় ফ্লুমিনেন্স। ২-১ গোলে ম্যাচ জিতে ইতিহাসগড়া মুহূর্তটা আরও স্মরণীয় করে তোলে ক্লাবটি। আগামী মঙ্গলবার কোপা সুদামেরিকানায় মাঠে নামলেই শিল্টনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন ফাবিও।

কৃতজ্ঞতা জানালেন পরিবার ও সতীর্থদের

রেকর্ড ছোঁয়ার পর আবেগাপ্লুত ফাবিও বলেন, “ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার পরিবার, স্ত্রী, বন্ধুবান্ধব, সতীর্থ—সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। ভালো মানুষ হয়ে সতীর্থদের সহায়তা করার চেষ্টা করি। ঈশ্বরের সহায়তা ছাড়া কিছুই সম্ভব নয়।”

দীর্ঘ ক্যারিয়ার, ব্রাজিলের মধ্যেই সীমাবদ্ধ

১৯৯৭ সালে উনিয়াও বান্দেরাঞ্চের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন ফাবিও। তবে তার সবচেয়ে বড় অধ্যায় ক্রুজেইরোতে— ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন ৯৭৬ ম্যাচ। ২০২২ সাল থেকে ফ্লুমিনেসির হয়ে ইতোমধ্যেই খেলেছেন ২৩৪ ম্যাচ। আশ্চর্যজনকভাবে পুরো ক্যারিয়ারেই ব্রাজিলের বাইরের কোনো ক্লাবে খেলেননি।

যদিও জাতীয় দলের হয়ে কখনও সিনিয়র স্তরে মাঠে নামেননি, তবে বয়সভিত্তিক দলে রোনালদিনিয়ো, জিওভানির মতো তারকাদের সতীর্থ ছিলেন ফাবিও।

রেকর্ড ঘিরে বিতর্ক

শিল্টনের আসল ম্যাচ সংখ্যা নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে। তার নিজের দাবি ১ হাজার ৩৮৭ ম্যাচ, তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হিসেবে তা ১ হাজার ৩৯০। কারণ সেখানে অনানুষ্ঠানিক কিছু ম্যাচকেও ধরা হয়েছে। যে সংখ্যাই ধরা হোক, ফাবিওর কীর্তি নিয়ে প্রশ্ন নেই। এখনও তিনি ফ্লুমিনেন্সের প্রথম পছন্দের গোলরক্ষক এবং নিয়মিতই খেলছেন। ফলে নতুন উচ্চতা ছোঁয়ার ব্যাপারটা এখন কেবল সময়ের অপেক্ষা।

Exit mobile version