এক ম্যাচ দুই ভেন্যুতে! নিয়ম ভেঙেই শেষ হলো সাফ অনূর্ধ্ব-২০ ম্যাচ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ভুটানের ম্যাচে ঘটেছে নজিরবিহীন ঘটনা। প্রথমার্ধ খেলা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়, আর দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছে পাশের অনুশীলন মাঠে। এমন ঘটনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও বিরল।

বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর সময় পিছিয়ে যায়। একাধিক দফায় মাঠ পরিদর্শনের পরও যখন খেলা শুরু করা যায়নি, তখন সাফের বাইলজ অনুযায়ী ম্যাচ ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয়। পরে দুই দলের সম্মতি ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন ভেন্যু ও সময় নির্ধারণ করে সাফ।

সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোতম ক্যাটেল জানান, “বাইলজ অনুযায়ী দুইবার আধাঘণ্টা করে খেলা বিলম্বের পর ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর নিয়ম অনুযায়ী দুই ঘণ্টার মধ্যে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। আমরা তা-ই করেছি।”

তবে আন্তর্জাতিক ফুটবলে এভাবে একই ম্যাচ দুই মাঠে ভাগ করে খেলার কোনো নজির নেই।

এমনকি এএফসি থেকেও এমন অনুমতি নেই বলে জানিয়েছেন সাফ কর্মকর্তা। পরিস্থিতি বিবেচনায় রেফারি, ম্যাচ কমিশনার ও দলগুলোর সম্মতিতে ম্যাচ চালিয়ে যাওয়া হয়।

বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের দীর্ঘদিনের সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই মাঠ ভারী হয়ে পড়ে। অনুশীলন মাঠটি অপেক্ষাকৃত নতুন হওয়ায় সেখানেই খেলার বাকি অংশ শেষ করা হয়।

ঘন টুর্নামেন্ট সূচি, ফ্লাইট ও হোটেল সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে আয়োজকরা। মাঠ ব্যবস্থাপনা ও ভেন্যু নির্বাচন নিয়ে এখন প্রশ্ন উঠেছে বাফুফের ওপরেই।

Exit mobile version