মাঠে সময়টা বেশ ভালো যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে সব মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছেন রোনালদো, করেছেন ৩৪টি গোল। এক সৌদি লিগেই ২০ ম্যাচ খেলে ২২ গোল করেছেন এই পর্তুগীজ তারকা। তবে এবার এক ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি; সাথে গুণতে হবে ৩০ হাজার সৌদি রিয়ালও।
ম্যাচ চলাকালীন সময়ে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে রোনালদোকে এই শাস্তি দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন। দৃষ্টিকটু আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সাথে ৩০ হাজার সৌদি রিয়াল আর্থিক জরিমানাও দিতে হবে সিআরসেভেনকে।
দারুণ ফর্মে থাকা রোনালদোর এমনিতেই ফুটবল বিশ্বের সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কথা। তবে তিনি যেনো নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছেন না। ইদানীং অন্য রুপে দেখা যাচ্ছে তাঁকে। প্রতিপক্ষ সমর্থকরা লিওনেল মেসির নাম জপলেই ধৈর্য্য হারিয়ে ফেলছেন তিনি।
কিছুদিন আগেই আল-হিলালের বিপক্ষে ম্যাচ হারার পর সেখানে হিলাল সমর্থকদের মুখে ‘মেসি মেসি’ স্লোগান শুনে অদ্ভূত অঙ্গভঙ্গি করেছিলেন। তবে আল শাবাবের বিপক্ষে ম্যাচে তিনি যা করেছেন তা ছাপিয়ে গেছে বাকী সব কিছুকেই।
এদিন স্বাগতিক সমর্থকরা ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। তা ভালোভাবে না নিয়ে নোংরা অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
তিনি এমন আচরণের জন্য শাস্তির মুখে পড়তে পারেন বলে দাবি করেছিলো সৌদি আরবের সংবাদপত্র আশর্ক আল-আওসাত। তাঁরা জানায়, এই ঘটনার পর তদন্ত শুরু করেছে সৌদি জাতীয় ফুটবল ফেডারেশন (এসএএফএফ)।
এবার সেই খবরটাই সত্য হলো। এমনকি তাঁর এই এক ম্যাচ নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করারও কোনো সুযোগ নেই। অর্থাৎ, আল-নাসরের পরের ম্যাচে খেলতে পারবেননা এই পর্তুগীজ মহাতারকা।