এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বৃহষ্পতিবার রাতে কাতারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ফাকুন্দো জাইনিকস্কি। দুই ম্যাচে এটা তার দ্বিতীয় গোল।
এ জয়ের ফলে টুর্নামেন্টে শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে আর্জেন্টিনা। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬। তিউনিসিয়ার পয়েন্ট ৩। এদিকে গ্রুপের অপর ম্যাচে বেলজিয়াম ৭-০ গোলে হারিয়েছে ফিজিকে। এ জয়ের ফলে তারা তিউনিসিয়াকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দুই ম্যাচে ১৩ গোল হজম করা ফিজি এখনো পয়েন্টের দেখা পায়নি।
গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা ফিজির মুখোমুখি হবে। অন্যদিকে তিউনিসিয়া খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
এদিকে দিনের অন্যান্য খেলায় ইতালি ৪-০ গোলে বলিভিয়াকে, পর্তুগাল ৬-০ গেলে মরক্কোকে, ক্রোয়েশিয়া ৩-০ গোলে সংযুক্ত আরব আমিরাতকে ও সেনেগাল ১-০ গোলে কোস্টারিকাকে হারিয়েছে। এছাড়া কাতার-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ১-১ গোলে এবং জাপান-নিউ ক্যালেডোনিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ইতালি ও পর্তুগালের এটা দ্বিতীয় জয়।
