দীর্ঘ এক যুগ পর ঘরের ছেলে নেইমার ঘরে ফিরেছেন। দিন কয়েক আগে চুক্তির পর বুধবার রাতে সান্তোসের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। বদলি খেলোয়াড় হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন নেইমার।
বোতাফোগোর বিপক্ষে ক্যাম্পিওনাতো পলিস্তার ম্যাচ ছিল সান্তোসের। নেইমার মাঠে নামার আগে সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ১-১। নেইমার দলকে উজ্জ্বীবিত করতে পারেননি। উল্টো গোল হজম করে।
বুধবার নেইমার ৩৩ বছর বয়সে পা দিয়েছেন। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্কের ইতি টেনে গত ৩১ জানুয়ারি সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেন। প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হলেও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তী এটি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হবে।
শৈশবের ক্লাব সান্তোসের হয়ে নেইমার ছয়টি শিরোপা জয় করেছেন। ক্লাবটির হয়ে ২০১১ সালে কোপা লিবারতাদোরেস কাপও জয় করেছেন তিনি।