এখনো জয়ের অপেক্ষায় ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ

দুর্ভাগ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো জয়ের মুখ দেখেনি এক সময়কার দাপুটে দলটি। টানা দুই ম্যচে পয়েন্ট হারিয়েছে তারা। রোববার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাওয়েতে ফুলহামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। এর পরৈ রুবেন আমোরিমের দলটিকে মৌসুমের প্রথম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে।

তবে ম্যানইউ উন্নতির ছাপ রেখেছে। প্রথম ম্যাচে হেরেছিল, দ্বিতীয় ম্যাচে ড্র করেছে। ফলে দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১। ফুলহামের পয়েন্ট ২। ৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে।

রোববার রাতেই জয়ের সঙ্গে সাক্ষাত হতে পারতো ম্যানইউয়ের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। এই গোলেই তারা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ফুলহামের বদলি খেলোয়াড় ইমিলি স্মিথ রোই সেই স্বপ্ন ভেঙ্গে দেয়। ৭৩ মিনিটে সমতাসূচক গোল করেন।

তবে ম্যানইউয়ের জন্য সবচেয়ে বড় হতাশা ছিল পেনাল্টি মিস। প্রথমার্ধে দলটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ম্যানইউ।

এই অর্ধে ফুলহামও এগিয়ে যেতে পারতো। দ্বাদশ মিনিটে তারা দারুণ এক সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

Exit mobile version